নূরের ফুল

136
0

মরুর দেশে মরুর বুকে ফুটল নুরের ফুল!
সে ফুলের সুগন্ধে সারা পৃথিবীম মশগুল!
সারা জাহান হাসে নূরের ভেলায় ভাসে!
আকাশ বাতাস চন্দ্রতারা আনন্দে পাগল পারা
তার প্রেমে ব্যাকুল !

তার আসাতে আঁধার কেটে উঠলো নতুন প্রভাত!
পাপি তাপির গুনাহ মাফের আসলো সুসংবাদ !
তার আলোর মিছিলে সবাই ছুটছে দলে দলে!
পথ হারাদের দেখিয়ে দিলো কোনটা সঠিক ভুল
তিনি মাদিনার বুলবুল !

সেই ফুলেরই সুভাস নিতে মুগ্ধ ছিলো যারা!
ওই আকাশের চন্দ্র হয়ে জ্বলছে আজ তারা!
আল কুরআনের বাণি মাখিয়ে জীবন খানি!
বিশ্বের বুকে এই ভুলকে নেই তো সমতুল
তারা আসহাবে রাসুল!

তারিখ-০৬/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়

Blog: https://blog.sahittorosh.com/2022/10/blog-post_29.html

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।