চাঁদের হাট [আখিরুল ইল্লিন]

119
0

 


কাল গিয়েছিলাম চাঁদের হাট

দেখলাম বিশাল বিস্তৃত মাঠ,

ক্ষেতের উপরে চলার অযোগ্য ব্রিজ

যা তৈরির প্রধান উপাদান ছিল কাঠ।


দেখলাম সেখানে স্কুল, কলেজ

শুনলাম সেখানে কিছু একটা করা হয় দান 

ইংরেজিতে নাকি বলে তাকে নলেজ।


ধাতব্য হাসপাতাল ছিল সেখানে

রোগীর চিকিৎসা করা হয় যেখানে।


প্রাকৃতিক সৌন্দোর্য সেখানে ছিল বেশ

হয়তোবা তার বর্নণা করা যাবেনা শেষ।


তবে ফিরতে হয়েছে এক আফসোস নিয়ে

যা করতে চেয়েছিলাম আমি সেখানে গিয়ে

তা করতে পারিনি।

চাঁদের হাটে গিয়ে চাঁদই আমি কিনতে পারিনি।


আখিরুল ইল্লিন



sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।