আমি বাঁচতে চাই
এই পৃথিবীর কুলষিত চাউনি থেকে।
দুষিত নোংরা;
মিথ্যাচার থেকে।
আমি বাঁচতে চাই
এই পৃথিবীর মায়াজাল থেকে।
এখানে শুধুই নোংরামি,
আর পাপচারে ভরা।
আমি বাঁচতে চাই
এই পৃথিবীর মুখোশ মানব থেকে।
যারা ভাল মানুষের মুখোশ পড়ে থাকে।
আমি বাঁচতে চাই
এই পৃথিবীর সৌন্দর্য থেকে।
সে আমাকে টানে সবার্ক্ষ্ণ
তার সৌন্দর্যাষর্ণে।
১৬ অক্টোবর ২০২২
ঢাকা, বাংলাদেশ।
sahittorosh.com