আজ আমি ক্লান্ত

278
0

নিজেকে অনেক ক্লান্ত
মনে হচ্ছে আমার আজ।
যেন করছি আমি শত
বছর ধরে অনেক কাজ।

যেন জীবনানন্দের মতো
হাজার বছরের পথচলা শেষে
ফিরেছি কোন এক
ক্লান্ত পথিকের বেশে।

আমি চাচ্ছিনা কাঁদতে,
তবুও পারছিনা কোনভাবেই
না কেঁদে থাকতে,
কান্না আটকে রাখতে।

আর আমার চোখগুলো
যেন বুঝতেই পারেনা,
নোনা জলগুলো যেন
আটকে রাখতেই জানেনা।

যেখানে নিলে জন্ম,
মরতে হবে এটা ধর্ম।
সেখানে কেঁদে কি লাভ?
বেঁচে থাকার জন্য কান্না
সেটা তো অনেক বড় পাপ।

শুনেছি মৃত্যু সুন্দর,
আমি দেখতে চাইনা
এই সৌন্দর্য,
চোখ করে বন্ধ, হয়ে অন্ধ।

তবুও আমার যেতেই হবে
এই চির সৌন্দর্য কাছে।
জন্ম নিয়েছিল যারা,
তাদের মধ্যে কে বেঁচে আছে?

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।