নিস্তব্ধ
শহরে আজ প্রকৃতি চুপচাপ;
তবে কি চিঠি লিখবনা?
কার্বনে ছাপিয়ে উড়িয়ে দিবো
যেন সেই উনিশের প্রেম পত্র
আকাশে তারার মেলা
এ প্রকৃতির কেমন খেলা!
আকাশটা চুপ হয়ে আছে
আমার একেঁ রাখা নীল প্রজাপতি
হঠাৎ কেঁদে ওঠেছে।
এ কেমন নিস্তব্ধতা;
যেন অজানা শব্দে লেখা একটি
বই
আকাশে অনেক মেঘ
তাহলে কি আজ
অভিমানের পালা পরেছে?
দুটি চোখ বলে না কথা
হয়তো; অভিমানে বেড়েছে
নিরবতা।
শহরে আজ প্রকৃতি চুপচাপ;
তবে কি চিঠি লিখবনা?
কার্বনে ছাপিয়ে উড়িয়ে দিবো
যেন সেই উনিশের প্রেম পত্র
আকাশে তারার মেলা
এ প্রকৃতির কেমন খেলা!
আকাশটা চুপ হয়ে আছে
আমার একেঁ রাখা নীল প্রজাপতি
হঠাৎ কেঁদে ওঠেছে।
এ কেমন নিস্তব্ধতা;
যেন অজানা শব্দে লেখা একটি
বই
আকাশে অনেক মেঘ
তাহলে কি আজ
অভিমানের পালা পরেছে?
দুটি চোখ বলে না কথা
হয়তো; অভিমানে বেড়েছে
নিরবতা।
সুমাইয়া সামি
sahittorosh.com
অনেক সুন্দর হইছে❤️
Very interesting topic, thank you for putting up.Blog monetyze