এ কি অভিমান?
নাকি বদলে গেছো?
হয়তো অভিমান –
আগের সেই বিচলিত তুমি
প্রেমপিয়াষী ছিলে,
আজ কেনো তুমি তবে
এত অচেনা হলে?
অঘোর হয়ে ভেবে যাই তোমায় –
নিশিতে যায় কখন চোখ বুজে
তা জানিনা আমিও নিজে!
অশ্রুভেজা আঁখিতে
যদি চোখ রাঙিয়ে চাই;
আমার চাহনিতে কি তুমি
দেখতে পাবে?
যা আমি দেখাতে চাই!
sahittorosh.com