বাবা মানে আমার প্রথম পরিচয়,
বাবা মানে আমার প্রথম আশ্রয়,
বাবা আমার খুশির কারন,
যত্নশীল হাজার বারণ।
বাবা বুঝে আমার খুব অভিমান
আর মন খারাপ!
বাবা মানে জীবনের শুরু,
শেষ নির্ভরতার ছাপ।
বাবা মানে আমার প্রথম আশ্রয়,
বাবা আমার খুশির কারন,
যত্নশীল হাজার বারণ।
বাবা বুঝে আমার খুব অভিমান
আর মন খারাপ!
বাবা মানে জীবনের শুরু,
শেষ নির্ভরতার ছাপ।
প্রিয়া ইসলাম
sahittorosh.com