বাবা [প্রিয়া ইসলাম]

138
0


বাবা মানে আমার প্রথম পরিচয়,
বাবা মানে আমার প্রথম আশ্র‍য়,
বাবা আমার খুশির কারন, 
যত্নশীল হাজার বারণ।
বাবা বুঝে আমার খুব অভিমান
আর মন খারাপ!
বাবা মানে জীবনের শুরু,
শেষ নির্ভরতার ছাপ।
প্রিয়া ইসলাম
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।