তরূণী

220
0

কাব্যেতে প্রকাশ করা যাবেনা

রূপরে বর্ণনা দিয়ে
লিখছি কিছু শোনো তুমি
একটু মন দিয়ে।

 হাটার গরনে সৃষ্টির সেরা
 চোখের গরনে হরিণী
 চুলের গরনে রেশমি সুতা
 মনের গরনে তরুণী।

তরুণীর ওই মিষ্টি হাসিতে
যরে মুক্তার মালা
মুক্তা দেখার অপরাধে
দিতে রাজি পায়ে শিকল তালা।

বোরকা, ওড়না, সব সাজেতে
যেনো রানীর বেশ
তরুণী তুমায় দেখার আশায়
শত রাজত্ব হতে পারে শেষ।

হাতের উঠনে মেহেদী আঁকা
কত রঙ্গিন কারুকাজ
নীল শাড়িতে জড়িয়ে রেখো
আলতো কুঁচির সাজ।

লেখাঃ ফারুক আহমেদ
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।