চোখের চাহনি

238
0

তোমার ওই চোখের চাহনই
করেছে হৃদয় ক্ষয়,
পারিনি আমি ভোলতে
তোমার ওই কালো চোখ দুটি।
করেছে ক্ষয় কে যেন
কোন আধারে,
হৃদয় হয়ে যায়
ছিন্ন তোমারি কারণে!
একি সুদোই তোমার
চোখের চাহনি
তবে একি তোমার প্রতি
ভালো লাগা!

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।