মানুষ ভাবনা জমায়
নানান রঙের রং সাজে
সত্য মিথ্যের মিলন মেলায়
সত্য ফুটার আগে
সাদা কালোর দ্বন্দে
সবটাই ধূসর লাগে।
কাকেই বা আমি বুঝাবো আমায়
আমিই বা আর কাকে বুঝি?
প্রিয়র নামে অন্যকে নয়
আমি একটা আমিই খুজি!
দিন শেষে কেউ এসে
মায়া ভরা মুখে,
ভালো আছি ; লিখে গেছে
শিউলি ফুলের বুকে।
ফিরে গেলে প্রাণ ;
মুছে অভিমান।
পিছুটান পিছু ডাকে
যাওয়া আসার মাঝে –
ফাঁকটুকু পড়ে থাকে।
sahittorosh.com