ছবিঃ আখিরুল ইল্লিন |
চিত্তগ্রাহী!
সে ভিন্ন,বড়ই ভিন্ন
পুরো আলাদা এক তারা
সে ভিন্ন,বড়ই ভিন্ন
পুরো আলাদা এক তারা
মুখরিত তার কন্ঠে
সেতো বিস্তৃর্ণ আকাশ
তবে কিছু গম্ভীরতায়ও ভরা।
জানি! সে অনিরুদ্ধ
হয়তো কবি হয়ে রবে অমর
সেতো সাহিত্যের এক কারিগর।
সে রয় ব্যস্ত তার কাজে
তবে সময় পেলেই কি সে ডুবে যায়
ওই রঙিন চায়ের মাঝে!
হঠাৎ যখন ব্যস্ত তার উপনেত্রে ঢাকা লোচন
মনে হয় যেনো আজ কবি চিন্তিত!
বইয়ের সাথে হচ্ছে তার কথোপকোথন।
নিঃস্তব্ধ ভঙ্গিমায় যখন চোখ মেলে সে হাসে
তার প্রিয় সাইকেলটিও যেন তাকে ভালোবাসে।
সে চঞ্চল, বড় দুর্দম, কারো না আঁকা এক ছবি,
সেতো অজেয়, এক উল্লাসি
সেতো সবার প্রিয় এক কবি!
লেখাঃ মায়মনা তানহা
sahittorosh.com
অসাধারণ
সুন্দর