সকাল থেকেই কোকিল যেন আপন মনে গাইছে গান,
ফুলেরাও তাদের ইচ্ছে মতো ছড়াচ্ছে ঘ্রাণ,
প্রকৃতিও বায়না ধরেছে ফিরে পেতে চাই নতুন প্রাণ,
তাদের এই উৎসবের নামই বোধহয় বসন্ত।
তাদের এই উৎসবের মাঝে আমিও বায়না করেছি,আমিও সেজেছি
বসন্তের মাঝে সুখ খুঁজে পাবো বলেই প্রকৃতির বুকে বেড়িয়েছি।
কিছু পথ হাঁটতেই,শত রঙের ছোয়া তারই মাঝে চোখ পড়ল তোমার চোখে
তুমি তাকিয়ে ছিলে অদ্ভুত লোক ভেবে,
আর আমি তাকিয়ে ছিলাম অবাক দৃষ্টিতে,
সত্যিই বসন্তটা খুবই সুন্দর
অল্প সময়ের পরে হাসি দিয়ে ফিরিয়ে নিলে মুখ,
আর এটাই বুঝি বসন্তের সুখ
ফিরিয়ে না নিলেই কি হতো না তোমার সেই মুখ
আমি কিছু বলতে চাই
কিন্তু বলার আগেই হারিয়ে গেলে
আবার কি দেখা হবে এমন বসন্তেরই সন্ধায়?
দেখা হলে আমি কিছু সময় চাই।
তৃপ্ত জোসেফ
sahittorosh.com