অপেক্ষা

104
0

তুমি যে আসবে না আমায় তো সে কথাটি একবার ও বলোনি প্রেয়সী!
আমি সারাটা বেলা পেড়িয়ে অপেক্ষার প্রহর গুনতে গুনতে বড় ক্লান্ত হয়ে পরেছি !
আকাশের সুর্যটা সারাটি দিন কিরণ বিলিয়ে রক্তিম লাল হয়ে পাটে বসেছে তবু ও তুমি আসলে না !
নীল গগনে জুরে পাখিরা তাদের নিজেদের বাসায় ফেরার জন্য বড় ব্যস্ত হয়ে পরেছে!
সবুজের মাঠ থেকে রাখালরা গরু নিয়ে বাড়িতে ফিরে আসছে আমি শুধু তোমার অপক্ষায় আছি কিন্তু তুমি তো আসলেনা!
তুমি কখনো কি কার জন্য অপেক্ষা করে দেখেছো
কখনো কি কার জন্য দু’চোখের জল নিরব নিশিতে ফেলেছো যদি ফেলে থাক তবে তো অবশ্যই বুঝতে অপেক্ষাটা কত কষ্টকর !
তুমি আসবে বলে রাতের আকাশে তারা গুলো মিটিমিটি জল জল করে চেয়ে চেয়ে থাকে !
আমার একাকিত্ব দেখে তারারা বলে সে আর আসবে না তুমি ফিরে যাও কার জন্য এতো স্বপন বুনো দুচোখ!
শীতের হিমেল হাওয়া শিরশির করে আমার কানে কানে বলে যায় প্রিয়ার অপেক্ষার প্রহর আর কত গুনবে তুমি অপেক্ষা অপেক্ষা অপেক্ষা তোমার অপেক্ষার কি সমাপ্তি হবে না হায়রে প্রেম হাযরে ভালবাসা!

তারিখ-২০/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।