“তুমি না সেই আগের মানুষটাই ভালো ছিলে!এমন কেন হলে হঠাৎ?তুমি তো উৎফুল্ল ছিলে!তবে কিভাবে এ ঘাতক নেশায় জড়ালে??একা থাকার নেশা!আড়ালে কাঁদার নেশা!লেখালেখি করার নেশা!এক আকাশ তারা দেখার নেশা!সবার সামনে এক গাল হেসে থাকার নেশা!!আসক্তিগুলো গভীর হওয়ার আগেই কি ছেড়ে দেয়া যায়না??”
“নেশা??
এগুলো তো আমার Nature হয়ে দাড়িয়েছে।নিজের Nature মানুষ কিভাবে ছাড়ে?নিজের Nature ছাড়া মানুষ কিভাবে বাঁচে?এ নেশা ছাড়লেই কি পৃথিবীতে আমি সুখী মানুষ হয়ে যাবো?তবে কি তুমি আমায় পাথরের মানুষ হয়ে যেতে বলছো?”
“উপভোগ??
আচ্ছা……! বই পড়?”
“নাহ্”
কবিতা?
“নাহ্”
লেখালেখি বা ডায়েরি?
“নাহ্”
“তবে কোন্ উপভোগের কথা বলছো তুমি? উপভোগ মানে বোঝো?
বই পড়া,ডাইরি লেখা,একা থাকা, এক আকাশ তারা দেখা,সবার সামনে এক গাল হেসে থাকার আনন্দই যদি তুমি না বোঝো!কখনো যদি এগুলোর স্বাদ গ্রহই না করো!তবে তুমি বুঝবেনা,আমরা কিভাবে জীবনটা উপভোগ করি~
মায়মনা তানহা