Share

না হওয়া প্রেম- জামিলুর রহমান

কি আছে এমন তোমার মধ্যে…
তোমার প্রেমেই আমার পড়তে হলো।
আসলে তো তেমার মধ্যে বিশেষগুণ আছে
তাই তো তোমার প্রেমেই আমি পড়েছি।
আমি তোমার রুপের প্রেমে পড়ে নি..

তুমি তো আমায় বিন্দু মাত্র ভালোবাস নি
তবুও তোমার মায়ায় পড়ে আছি আছি আমি।
এক মনে ভালোবাসা হয়, দুই মনে প্রেম…
তুমি আমায় ভালোবাস নি, তাই হলো না প্রেম।
আমার এক মনে ভালোবাসা রয়ে গেল
রয়ে গেল আমার অপূর্ণ প্রেম।

লিখেছেনঃ সাহিত্য রস