এই না হলে জীবনানন্দ দাশ!


সাহিত্য রস
    <span class="verify-badge-svg" style="display:inline-flex; align-items:center; margin-left:6px; vertical-align:middle;">
        <svg width="20" height="20" viewBox="0 0 24 24" fill="none">
            <defs>
                <linearGradient id="grad_blue" x1="0%" y1="0%" x2="100%" y2="100%">
                    <stop offset="0%" style="stop-color:#4fc3ff;stop-opacity:1" />
                    <stop offset="100%" style="stop-color:#1a8fe3;stop-opacity:1" />
                </linearGradient>
                <filter id="shadow_blue" x="-50%" y="-50%" width="200%" height="200%">
                    <feDropShadow dx="0" dy="1" stdDeviation="2" flood-color="#0087ff" flood-opacity="0.4"/>
                </filter>
            </defs>
            <path filter="url(#shadow_blue)" fill="url(#grad_blue)"
                  d="M12 1.5l2.7 4.1 4.8-.5-1.6 4.5 3.5 3.2-4.7 1.5-0.9 4.7-3.8-2.1-3.8 2.1-0.9-4.7-4.7-1.5 3.5-3.2L4.5 5.1l4.8.5L12 1.5z"/>
            <path d="M10.4 14l-2.2-2.2 1.2-1.2 1.1 1.1 3.4-3.5 1.2 1.2-4.7 4.6z" fill="#ffffff"/>
        </svg>
    </span> এভাটার

·

1 মিনিট পড়তে লাগবে 1 min
এই না হলে জীবনানন্দ দাশ!

সেনেট হলের বিখ্যাত কবি সম্মেলন। সম্মান, খ্যাতি ও প্রশংসা কিছুতেই কিছু যায় আসে না কবির। যথারীতি বই না নিয়ে কবিতা পড়তে চলে এলেন। কবিতাও মুখস্থ নেই। ভাগ্যিস দিলীপকুমার গুপ্ত আগেই কিছুটা আন্দাজ করেছিলেন। তাই এত কবি থাকতে, সঙ্গে করে শুধুমাত্র জীবনানন্দের কিছু বই নিয়ে এসেছিলেন।কবি একটা করে কবিতা পড়েন আর দিলীপবাবু একটি করে বই কবির হাতে তুলে দেন। সবাইকে মন্ত্রমুগ্ধ করে নির্ধারিত সময়ে কবিতা পড়ে কবি স্টেজ থেকে নেমে বাড়ি ফিরে গেলেন।এই না হলে জীবনানন্দ দাশ!


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।