একটা অমাবস্যার রাত আসলো জীবনের শুভ লগ্নে
সে রাতে বেলাভূমির গাঁ ঘেসে কিছু যাতনা এসে ঠাঁই নিল হৃদে
আমি টের পেলাম-আমাদের থেকে আমার বিচ্ছেদ হয়েছে,
সেই থেকে আজ অব্ধি সে রাতের ইতি টেনে আসেনি কোন প্রভাত!
তোমাকে ভালোবাসা খুব বেশি আহামরি কিছু ছিল না
তবুও বাসলাম, অভ্যন্তরে দিলাম ঝিঁঝিঁ পোকার মাইগ্রেন;
সযত্নে গড়ে দাঁড়া করালাম অতৃপ্তি আর অপূর্ণতার পাহাড়
এবার হিসেব কষো, ছেড়ে যেয়ে ঠিক কতটা নিয়ে গিয়েছ তোমাকে?
শেয়ার করুন
/









মন্তব্য করুন