আহা! আমার সোনার বাংলা!!!


সাইফুল্লাহ মামুন
    <span class="verify-badge-svg" style="display:inline-flex; align-items:center; margin-left:6px; vertical-align:middle;">
        <svg width="20" height="20" viewBox="0 0 24 24" fill="none">
            <defs>
                <linearGradient id="grad_blue" x1="0%" y1="0%" x2="100%" y2="100%">
                    <stop offset="0%" style="stop-color:#4fc3ff;stop-opacity:1" />
                    <stop offset="100%" style="stop-color:#1a8fe3;stop-opacity:1" />
                </linearGradient>
                <filter id="shadow_blue" x="-50%" y="-50%" width="200%" height="200%">
                    <feDropShadow dx="0" dy="1" stdDeviation="2" flood-color="#0087ff" flood-opacity="0.4"/>
                </filter>
            </defs>
            <path filter="url(#shadow_blue)" fill="url(#grad_blue)"
                  d="M12 1.5l2.7 4.1 4.8-.5-1.6 4.5 3.5 3.2-4.7 1.5-0.9 4.7-3.8-2.1-3.8 2.1-0.9-4.7-4.7-1.5 3.5-3.2L4.5 5.1l4.8.5L12 1.5z"/>
            <path d="M10.4 14l-2.2-2.2 1.2-1.2 1.1 1.1 3.4-3.5 1.2 1.2-4.7 4.6z" fill="#ffffff"/>
        </svg>
    </span> এভাটার

·

1 মিনিট পড়তে লাগবে 1 min
আহা! আমার সোনার বাংলা!!!

আমি তো দেখেছি আকাশে বাতাসে ,
বাংলার প্রান্তরে প্রান্তরে,
শিশির ভেজা দূর্বা ডগায়,
ভাসমান নদ-নদী আর,
শস্যরাজির পরতে পরতে ,
রক্ত সিক্ত শহীদের আনাগোনা :
শহীদের আত্মার আনাগোনা!!
দেখেছি বদ্ধ জলাশয়ে আর ঝিলের ধারে,
কচুরিপানার ফাঁকে ফাঁকে,
ফুটন্ত শাপলার হাসি-
লাল পদ্মের হাসি।
এ যেন রক্তের হাসি,শহীদের রক্তের হাসি।
দেখেছি কৃষকের ব্যাস্ত কদম,বৌরানির বদান্যতা,
রাখালের স্বাধীনতা,হরিণ শিশুর তৃণে চড়া,
নদীর কলকল, শিশুদের লাফঝাপ,
ফুল- ফল সমারোহে,
মক্ষিকা দলের নাচ আর পাখির কলতানে,
অবারিত কলতানে,নেই কোন ছন্দপতন।
শুনেছি জাতীয় সংগীতের ছন্দ সুরে,
সুজয় স্যারের হারমোনিয়ামে,
রেডিও – টেলিভিশনের এরিয়েলে ভেসে আসা-
সুদীপ্ত গায়কের গান ,সেই স্বাধীনতার গান।
মহান সংসদ আর প্রতিটি প্রতিষ্ঠানে-
দেখেছি লাল সবুজের পতাকা।
সেই পতাকায় লাল সবুজের রঙ ;
কপালে ভাঁজপড়া সেই বৃদ্ধ দাদু,
আর তার সঙ্গিনীর হাসি,যেন স্বাধীনতার হাসি।
সেই শুভ্র হাসি দেখে ভেবেছিলাম –
আমি স্বাধীন দেশে জন্মেছি।
( কবিতার কিয়দংশ)

সাইফুল্লাহ মামুন,
প্রভাষক(ইংরেজি), সখিপুর আবাসিক মহিলা কলেজ, সখিপুর, টাংগাইল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।