তোমার আমার দূরত্ব


রুমি খানম এভাটার

·

1 মিনিট পড়তে লাগবে 1 min
তোমার আমার দূরত্ব

তোমার আমার দূরত্ব — সমাধি থেকে এপিটাফ পর্যন্ত…  
শশব্যস্ত প্রেমিক আমার,  
তোমায় বলতে না পারা হীরক বর্ণমালা তুলে রাখি শুভ্র তুলাপাতে।  
আমি না থাকার দিনে, কাব্যের ডাকবাক্সটা  
না হয় দেখে নিও, মিথ্যে কোনও অজুহাতে।  
জমতে জমতে আমার অভিমানের পাহাড় আকাশ ছোঁবে,  
কতশত চিঠি আর কবিতা রয়ে যাবে কাগজের ভাঁজে।  
তুমি না হয় মিথ্যে হলেও  লিখো একটা এপিটাফ…  
তোমার, আমার, আমাদের অবিনশ্বর মায়ায়  
পৃথিবীকে জানিয়ে দিও — মেয়েটি মারা গেছে কথা বলার তৃষ্ণায়!

রুমি ~
২০ নভেম্বর, ২৫


“তোমার আমার দূরত্ব” এ একটি মন্তব্য

  1. আখিরুল ইল্লিন এভাটার
    আখিরুল ইল্লিন সাহিত্য ক্লাব সদস্য

    ভালো লেখা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।