ভেবেছো?
কেন কয়লা পুড়ে,ময়লা করে,
আস্ত গাছের পুষ্প ছিড়ে,
হঠাৎ হঠাৎ অগ্নি চিরে,
লিখেছি আমি গল্প?
কল্পে মোড়া গল্প হলেও
প্রেম ছিল কি অল্প?

আগুন দিয়ে চাঁদ দেখেছি
চাঁদের আলোয় তোমায়,
তারা দিয়ে রাত গুনেছি
রাতের শেষে আমায়।
ভাবি!

আজকে নাহয় ফুল গোনা যাক
কালকে হবে মেঘ,
পরশু যদি তোমায় গুনি
ফিরবে বুঝি প্রেম।

জারি করেছি কারফিউ আমি
ব্যস্ত প্রেমের শহরে,
ভালোবাসা?
তুমি উদ্ভট হয়ে এসেছিলে 
আমার এ প্রহরে!

 মায়মনা তানহা