আমি এসেছি রাজ করতে!

রাজার রাজ্যের প্রজা হয়ে থাকতে নয়।

আমি এসেছি প্রতিবাদ করতে, 

অত্যাচারিত হয়েও চুপ থাকতে নয়।


আসিনি আমি,

অন্যায় দেখে চোখ ঘুরিয়ে নিতে,

মুখ ফিরিয়ে নিতে।


এসেছি আমি,

সেইসব কা-পুরুষদের গুহা হতে বের করতে,

যারা অন্যের ভয়ে নিজের পুরুষত্ব-কে বলি দিয়েছে।

জ্বালিয়ে দিয়েছে বীরত্বকে,

ছারখার করে দিয়েছে সমাজ,

দুর্নিতীর চাদরে ঢেকে দিয়েছে পুরু দেশ,

পুরো বিশ্বটাকে।


আমি এসেছি,

জলন্ত আগ্নেয়গিরি হয়ে

সকল অন্যায়, কা- পুরুষের কাপুরুষত্ব,

ভীরুদের ভয়টাকে জ্বালিয়ে দিতে।


আমি পক্ষপাতিত্ব দেখতে আসিনি,

সকলকে সমান অধিকার দিতে এসেছি।

কাউকে কষ্ট দিতে আসিনি 

কিন্তু, অন্যকে যে কষ্ট দেয়

তাকে ছেড়ে দিতেও নয়।

যদি যুদ্ধই করতে হয়,

সবার আগে আমিই অস্ত্র ধরব।


যদি মরতেই হয়,

সবার আগে আমিই এগিয়ে যাব।


যদি সেরাই হতে হয়,

সেরাদের সেরাই হবো।


লেখাঃ আখিরুল ইল্লিন