আমি হারিয়েছি ভোরের সকাল, পাখির মধুর ডাক
হারিয়েছি আমি রাতের জোছনা, অসংখ্য শিয়ালের হাকঁ।
হারিয়েছি আমি শৈশবের সেই সবুজ–শ্যামল মাঠ,
হারিয়েছি আমি বাড়ির পাশের বড়ো পুকুরটির ঘাট।
হারিয়েছি আমি হলুদ রঙের মাঠ ভরা পাকাঁ ধান,
হারিয়েছি আমি প্রকৃতির সেই প্রাণ ভরা বাতাসের ঘ্রাণ।
হারিয়েছি আমি পল্লির সেই শিশির ভেজা ঘন ঘাস,
হারিয়েছি আমি সেখানকার দল বাধাঁ পাতি হাসঁ।
আমি হারিয়েছি আমার শৈশবের লাটিম খেলার সাথী,
আমি হারিয়ে ফেলেছি পল্লির সেই মনোমুগ্ধকর প্রকৃতি।
ধীরে ধীরে পল্লির সব কিছু হচ্ছে দালানে পরিপূর্ণ,
আগেরকার মতো যায়না দেখা, সুবিশাল মাঠ জনশূন্য।
এখন পরস্পরের হয় না দেখা, সবাই নিজের কাজে মত্ত,
ধীরে ধীরে মোদের পল্লিজীবন হয়ে যাচ্ছে বিলুপ্ত।








মন্তব্য করুন