প্রাণভূমির সন্তান আমরা
মাটির সাথেই রক্তের টান।
কে বলে ভেঙেছি মোরা?
ভাঙে না শপথ, ভাঙে না প্রাণ।
মোরা সবে উড়ে চলি প্রাণভূমিতে
ভীতি নই মোরা এই সভ্যতায়।
সালাম রফিক মোদের সাহস
সাঈদ হাদি মোদের শক্তি।
রুখবে মোদের কে সেই পিচাশ?
কসম জন্মভূমির ধুলিকনার
প্রতিবাদ ধিক্কার মোরা করবোই।
হায়নার দলকে পরাজিত করে
কসাইয়ের হাতের অস্ত্র কেড়ে
আগুন হয়ে মোরা জ্বলবোই।
অন্যায়ের কালি মোরা করবো সাফ
পাবেনা রক্তচোষা এক ইঞ্চিও মাফ।
সত্য অক্ষরে লিখবো বাংলার নাম
কালিমা পড়ি ঝাপ দিবো যুদ্ধের মাঠে
অশুভ ছায়া উপড়ে দিব যা মানচিত্রে।
গড়বো মোরা নৈতিক বাংলা
পড়বো নীতির সকল বাণী।
সত্য অক্ষরে লিখবো বাংলার নাম
ভালোবাসি মোরা দেশকে অবিরাম।
শেয়ার করুন
/








মন্তব্য করুন