তুমি আমার | ইমাম উদ্দিন রাকিব


তুমি আমার | ইমাম উদ্দিন রাকিব

তুমি আমার
পাহাড়ের সু-উচ্চতায় তুমি আমার,
নদীর নিখাদ গভীরতায় তুমি আমার,
সর্বদা, সর্বাবস্থায় তুমি আমার,
ওগো আমার প্রেয়সি,
আমি তোমারি প্রেমে পড়েছি বহুবার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।