ফরাসি চলচ্চিত্রের লেজেন্ড ব্রিজিত বার্দো ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। প্যারিসে ২৮ সেপ্টেম্বর ১৯৩৪ সালে জন্ম নেওয়া বার্দো ১৯৫০-৬০-এর দশকে And God Created Woman ছবির মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং এক সময় বিশ্বব্যাপী ভরসাধার “BB” হিসেবে পরিচিতি পান। তিনি অভিনয়ের পাশাপাশি সংগীত ও ফ্যাশনে বিরাট প্রভাব ফেলেছিলেন ও প্রায় ৫০টি ছবিতে কাজ করেছিলেন। ১৯৭৩ সালে অভিনয় জীবনে থেকে সরে এসে তিনি প্রাণী অধিকার নিয়ে কাজ শুরু করেন এবং Brigitte Bardot Foundation প্রতিষ্ঠা করেন, যা প্রাণী সুরক্ষায় কাজ করে। বার্দোর সাংস্কৃতিক প্রভাব আজও চলচ্চিত্র ও সমাজে স্মরণীয় থেকে যাবে।
শেয়ার করুন
/








মন্তব্য করুন