কত ঋতু | তাহসিন মিয়াজি


কত ঋতু | তাহসিন মিয়াজি

কত ঋতু এলো আর গেল, পাল্টে গেল প্রকৃতির রঙ,
শীতের কুয়াশা মুছল বসন্তের পলাশ রাঙা হাসি।
আমি শুধু পাল্টাতে পারলাম না আমার এই অপেক্ষার ধরণ,
আজও তোমার ফেরার অপেক্ষায় আমি বড্ড বেশি বিশ্বাসী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।