তুমি চাইলে | উজ্জমান পান্না


তুমি চাইলে | উজ্জমান পান্না

তুমি চাইলে পেতেই পারো
তোমার প্রিয় শহর,
মনের মতো একটা ঘর।
কিংবা আরো চেষ্টা করলে পেয়ে যেতো পারো তোমার ঈশ্বর।
অথচ আমার মতো নিখাদ প্রেমিক তুমি আর কোথাও পাবে না।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।