ক্ষয়িষ্ণু পেন্সিলটি যখন আঙুলের চাপে ছোট হয়ে আসে, তখন উপলব্ধি করি- স্রষ্টা আর সৃষ্টির মাঝে এ এক অদ্ভুত ট্র্যাজেডি
শিল্পী নিজেকে নিঃশেষ করে শিল্পকে প্রাণ দেয়, যেমন নক্ষত্র নিজেকে পুড়িয়ে মহাবিশ্বকে আলো দান করে
হে আমার প্রেয়সী, তুমি নেই। কতগুলো দিন পার হলো, কোথাও তুমি নেই। অথচ এই সাদা কাগজের বুকে তুমি কী ভীষণ জীবন্ত!
শেয়ার করুন
/








মন্তব্য করুন