উদাস মনে বসে ফাটা গলায় রুমমেটদের সাথে গান গাচ্ছি, এমন সময় রুদ্রের কল :-
রুদ্র: হ্যালো হিমু, আচ্ছা আমি যদি এই খা*নকির পোলাদের উড়াধুরা অশ্লীল ভাষায় গালি দেই, আমার কি পাপ হবে?
হিমু: কি বলতেছিস? কাদের? কেনো? কি হইছে?
রুদ্র: যেসমস্ত মাদারচোদেরা একের পর এক আতশবাজি ফোটাচ্ছে!! এদের কি বাব-মা পয়দা হয় নাই? গত এক মাস যাবত সবাইকে সতর্ক করা হচ্ছে যেনো কেউ আতশবাজি না ফোটায় তারপরও চুত*মারানিরা একের পর এক আতশবাজি ফোটাচ্ছে!!
রুদ্রের মুখ থেকে এমন একের পর এক গালি শুনে আমি হতভম্ব হয়ে গেলাম৷ কারণ রুদ্রকে আজ পর্যন্ত এতো অশ্লীল ভাষায় গালি দিতে আমি শুনিনি, আমি কেনো আমাদের সার্কেলের কেউই শুনে নি৷ আমি শুধু রুদ্রকে বললাম ভাই শান্ত হ “ওদের বাপ দুইটা!








মন্তব্য করুন