আমার হিন্দু স্থানে নয় রে জনম
তবে কেন আমারে তুই হিন্দু বানালি- প্রিয়া
তবে কেন আমারে তুই হিন্দু বানালি !!
কোন বা দোষে মরার আগেই চিতার
কুন্ডে আমায় পোড়ালি !(২)
কোন ধর্মে নাইরে চিতায় পোড়ে মুসলমানের লাশ !
এই জগতে হয়নি আজ ও এমন ইতিহাস-
হায়রে এমন ইতিহাস !!
আজ সেই ইতিহাস নিঠুর বন্ধু-(২)
তুই করে গেলি !
প্রেমের ধর্ম এমন নিঠুর যদি জানিতাম !
তবে কি আর মন হারানোর ব্যথায় কাঁদিতাম-
আমি ব্যথায় কাঁদিতাম !!
ও তুই কোন পরানে এমন করে….(২)
অন্তর জ্বালালি !
sahittorosh.com